উপকরণ :
শীতের সবজি ১০০০ গ্রাম
পাঁচফোড়ন ১ চা চামচ
টমেটো ৩ টা
আদাবাটা ১/২ চা চামচ
হলুদ সামান্য
কাচামরিচ স্বাদমত
লবন স্বাদমত
চিনি স্বাদমত
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন কুচি ১ চা চামচ
আদা কুচি ১ চা চামচ
তেল প্রয়োজনমত
ধনেপাতা প্রয়োজনমত
পানি প্রয়োজনমত
শুকনা মরিচ ৩ টা
প্রণালী :
তেল গরম করে শুকনা মরিচ পুড়ে নিতে হবে |
এবার রসুন ও আদা কুচি পাঁচফোড়ন ভাজা হলে পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে সব সবজিসহ লবন হলুদ ও টমেটো দিয়ে অল্প আঁচে সেদ্ধ করে রান্না করতে হবে |
নামানোর আগে ধনেপাতা ও চিনি ছড়িয়ে আরো একটু দমে রেখে নামাতে হবে |
Courtesy: Bengali Recipe
Courtesy: Bengali Recipe